Zn(NO3) এর সাথে লঘু NaOH এর বিক্রিয়া: দ্রবণে Zn2+ আয়নের উপস্থিতি কীভাবে সনাক্ত করবে?

একটি টেস্টটিউবে Zn(NO3)2 এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যােগ করলে জিংক হাইড্রোক্সাইড [Zn(OH)2] এর সাদা বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং সােডিয়াম নাইট্রেট NaNO3 পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। সংশ্লিষ্ট বিক্রিয়া:

Zn(NO3)2 + 2NaOH → Zn(OH)2↓ + 2NaNO3

এই অধঃক্ষেপে অতিরিক্ত পরিমাণ সােডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যােগ করলে সােডিয়াম জিংকেটের বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয়। এ দ্রবণে H2S গ্যাস চালনা করলে জিংক সালফাইডের সাদা বর্ণের অধঃক্ষেপ পড়ে। এ পরীক্ষা দ্রবণে জিংক আয়নের উপস্থিতি প্রমাণ করে।

Zn(OH)2(s) + 2NaOH(aq) → Na2ZnO2(aq) + 2H2O(l)

Na2ZnO2(aq) + H2S(g) → ZnS(s) + 2NaOH(aq)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!