একটি পাত্রে অ্যামােনিয়াম ক্লোরাইড (NH4Cl) নিয়ে এর মধ্যে ক্ষার (NaOH) যােগ করলে অ্যামােনিয়া গ্যাস (NH3) সােডিয়াম ক্লোরাইড (NaCl) লবণ এবং পানি (H2O) উৎপন্ন হয়।
NH4Cl + NaOH → NH3 + NaCl + H2O
অ্যামােনিয়াম লবণের সাথে ক্ষারের একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আছে। যেকোনাে অ্যামােনিয়াম লবণের সাথে ক্ষার বিক্রিয়া করে NH3 গ্যাস উৎপন্ন করে। যেমন:
NH4Cl + KOH → NH3 + KCl + H2O
2NH4Cl + Ca(OH)2 → 2NH3 + CaCl2 + 2H2O
2NH4Cl+ CaO → 2NH3 + CaCl2 + H2O