অ্যামােনিয়া ও লঘু (HCl)হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় সাদা ধোঁয়া উৎপন্ন হয় কেন?

অ্যামােনিয়া ও লঘু হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া:

অ্যামােনিয়া ও লঘু HCl এর মধ্যে বিক্রিয়ার মাধ্যমে অ্যামােনিয়াম ক্লোরাইড তৈরি হয়। NH4Cl হলাে একটি সাদা বর্ণের গ্যাসীয় পদার্থ। এই সাদা বর্ণের NH4Cl গ্যাসের জন্যই বিক্রিয়ায় সাদা ধোঁয়ার সৃষ্টি হয়।

NH3 + HCl → NH4Cl (সাদা বর্ণের গ্যাস)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!