বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যােগ করা হলে pH মান বাড়ে কেন ? অথবা বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যােগ করা হলে দ্রবনের প্রকৃতি কেমন হবে ?

কোনো দ্রবনের pH এর মান 7 হওয়ার অর্থ এটি ক্ষারও নয় আবার এসিডও নয়। এটি নিরপেক্ষ দ্রবণ। যদি কোনাে দ্রবণের pH এর মান 7 থেকে কম হয় তাহলে সেই দ্রবণটি এসিডিক দ্রবণ এবং যদি কোনাে দ্রবণের pH মান 7 থেকে বেশি হয় তবে সেই দ্রবণটি ক্ষারীয় দ্রবণ।

যদি বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যােগ করা হয় তবে ক্ষারের OH বিশুদ্ধ পানির H+ এর সাথে বিক্রিয়া করে ঐ দ্রবণে বিশুদ্ধ পানির তুলনায় H+ এর সংখ্যা কমে যাবে। যেমন: পানির মধ্যে ক্ষার যােগ করার কারণে যদি H+ এর সংখ্যা কমে গিয়ে প্রতি লিটারে

10-10 মােল হয় তাহলে তার pH হবে।

pH = -log[10-10] = 10

অর্থাৎ pH এর মান 7 থেকে বেড়ে যাবে। আর  ক্ষারীয় দ্রবণের pH এর মান 7 থেকে বেশি। সুতরাং দ্রবণটি প্রকৃতি ক্ষারীয় ।

Leave a Comment

error: Content is protected !!