CH4 পানিতে দ্রবীভূত হয় না কেন?

আমরা জানি, সাধারণত আয়নিক যৌগ ও পোলার সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। মিথেন আয়নিক যৌগও নয় আবার পোলার যৌগও নয়। অর্থাৎ মিথেন অণুতে আয়নিক যৌগের মতো ধনাত্বক ও ঋণাত্বক প্রান্ত থাকে না। অপরদিকে পানি একটি পােলার সমযােজী যৌগ এবং দ্রাবক হিসেবে পানি একটি পােলার দ্রাবক। অর্থাৎ পানির অণুতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত বিদ্যমান।

যেহেতু মিথেনে কোনো ধনাত্বক ও ঋণাত্বক প্রান্ত থাকে না সুতরাং পানির অণুর ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সাথে মিথেন অণুর  কোনাে আকর্ষণ বা বিকর্ষণ ঘটে না। ফলস্বরূপ মিথেন যৌগটি পানিতে আয়ন আকারে ভেঙ্গে যায় না। আর এজন্যই মিথেন পানিতে দ্রবীভূত হয় না।

CH + H2O = অদ্রবণীয় 

Leave a Comment

error: Content is protected !!