CuSO4 এর জলীয় দ্রবণ অম্লীয় কেন? ব্যাখ্যা কর। CuSO4 এর জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা কর।

CuSO4 এর জলীয় দ্রবণ অম্লীয়:

যে সকল লবণ দূর্বল / মৃদু ক্ষারক বা ক্ষার ও সবল/ তীব্র/ শক্তিশালী এসিড বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়, তারা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে অম্লীয় দ্রবণ তৈরী করে। CuSO4 এর জলীয় দ্রবণ অম্লীয় । কারণ এটি দুর্বল ক্ষারক Cu(OH)2 এবং সবল এসিড H2SO4 এর লবণ । আয়নিক যৌগ CuSO4 জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে তীব্র এসিড H2SO4 এবং মৃদু ক্ষারক Cu(OH)2 উৎপন্ন করে। 

CuSO4 + 2H2O → Cu (OH)2 + H2SO4 

উৎপন্ন H2SO4 তীব্র এসিড় হওয়ায় জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়ােজিত হয় এবং সামান্য অংশই অবিয়েজিত থাকে। অন্যদিকে, উৎপন্ন ক্ষারক Cu(OH)2 এটি মৃদু ক্ষারক হওয়ায় জলীয় দ্রবণে সামান্য অংশই অর্থাৎ আংশিকভাবে বিয়ােজিত হয় এবং অধিকাংশই অবিয়ােজিত থাকে।

 H2SO4  →  2H+ + SO42- (প্রায় সম্পূর্ণ বিয়ােজিত)

Cu(OH)2 ⇌  Cu2+ + 2OH (আংশিকভাবে  বিয়ােজিত)

এর ফলে দ্রবণে ক্ষারকের OH আয়ন অপেক্ষা H+ আয়নের আধিক্য দেখা দেয় এবং দ্রবণের PHএর মান 7 এর চেয়ে কম হয়। অর্থাৎ CuSO4 এর জলীয় দ্রবণটি অম্লীয় হয়।

Leave a Comment

error: Content is protected !!