K2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? ব্যাখ্যা কর। K2CO3 এর জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা কর।

K2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয়:

সবল বা শক্তিশালী ক্ষারক বা ক্ষার এবং দূর্বল এসিডের বিক্রিয়ার ফলে যে সকল লবণ উৎপন্ন হয়, তারা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে ক্ষারীয় দ্রবণ তৈরী করে। K2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। কারণ এটি দূর্বল এসিড  H2CO3 এবং সবল বা বা শক্তিশালী ক্ষারক KOH এর বিক্রিয়ার ফলে উৎপন্ন লবণ।

আয়নিক যৌগ K2CO3 জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে তীব্র ক্ষারক KOH এর মৃদু এসিড H2CO3 উৎপন্ন করে।

K2CO3 + H2O → KOH + H2CO3

উৎপন্ন KOH তীব্র ক্ষারক হওয়ায় জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়ােজিত হয় এবং সামান্য অংশই অবিয়ােজিত থাকে। অন্যদিকে, উৎপন্ন এসিড H2CO3 দূর্বল হওয়ায় জলীয় দ্রবণে সামান্য অংশই অর্থাৎ আংশিকভাবে বিয়ােজিত  হয় এবং অধিকাংশই অবিয়ােজিত থাকে।

KOH → K+ + OH (প্রায় সম্পূর্ণ বিয়ােজিত)

H2CO3 ⇌ 2H+ + CO32- (আংশিকভাবে  বিয়ােজিত)

এর ফলে দ্রবণে এসিডের H+ আয়ন অপেক্ষা OH আয়নের আধিক্য ঘটে এবং দ্রবণের PHএর মান 7 এর চেয়ে বেশি হয়। অর্থাৎ K2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় হয়।

Leave a Comment

error: Content is protected !!