উভমুখী বিক্রিয়ার সমীকরণ লেখার নিয়ম কী? উভমুখী বিক্রিয়ার সমীকরণ

উভমুখী বিক্রিয়ার সমীকরণ লেখার নিয়ম:

যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলাে বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে।

উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে বিপরীতমুখী দুটি অর্ধ তীর চিহ্ন () ব্যবহার করে সমীকরণ উপস্থাপন করা হয়। যেমন: হাইড্রোক্লোরিক এসিডের উপস্থিতিতে ইথানল ইথানয়িক এসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে ইথাইল ইথানয়েট এস্টার ও পানি উৎপন্ন করে। অপরদিকে, উৎপন্ন ইথাইল ইথানয়েট এস্টার ও পানি পরস্পরের সাথে বিক্রিয়া করে ইথানল ও ইথানয়িক এসিড উৎপন্ন করে। একে নিম্নরূপে দেখানাে যায়।

C_{2}H_{5}OH + C H_{3}COOH \underset{}{\overset{HCl}{\rightleftharpoons}}C H_{3}COOC_{2}H_{5} + H_{2}O

 ইথানল         ইথানয়িক এসিড    ইথাইল ইথানয়েট এস্টার      পানি  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!