কীভাবে অ্যালকিনের নামকরণ করা হয় ? IUPAC পদ্ধতিতে অ্যালকিনের নামকরণ

অ্যালকিনের নামকরণ:

 

IUPAC পদ্ধতিতে অ্যালকেনের নামের শেষের এন (ane) বাদ দিয়ে ইন (ene) যােগ করে অ্যালকিনের নামকরণ করতে হয়।

অ্যালকেন (Alkane) অ্যালকিন (Alkene) অ্যালকিনের সংকেত
ইথেন (Ethane) ইথিন (Ethene) CH2=CH2
প্রােপেন (Propane) প্রােপিন (Propene) CH3-CH=CH2

(অ্যালকিনের অণুতে দীর্ঘ কার্বন শিকলই প্রধান যৌগ । অ্যালকিনের নামকরণ এর সময় যৌগের দুই প্রান্তের মধ্যে যে প্রান্ত থেকে দ্বিবন্ধন কাছে পাওয়া যায় সেই দিক থেকে কার্বন সংখ্যা গগনা করতে হবে । যে কয় নম্বর কার্বনের পরে দ্বিবন্ধন শুরু হবে সেই নম্বরকে প্রধান যৌগের নামের শেষে , পূর্বে বা মাঝে  হাইফেন দিয়ে  লিখতে হবে ।)

যেমন :   CH3-CH=CH2  ( প্রোপিন -1),  CH3-CH=CH- CH3 ( বিউটিন-2)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!