অ্যালকিন (Alkenes) কাকে বলে? অ্যালকিন (Alkenes) বলতে কী বোঝো ?

অ্যালকিন (Alkenes):

যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকে এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাকে অ্যালকিন বলে। যেমন, ইথিন(CH2= CH2), প্রোপিন( CH3-CH=CH2) ইত্যাদি ।

অ্যালকিনের সাধারণ সংকেত= CnH2n । এখানে n= 1, 2, 3…..ইত্যাদি যা অ্যালকিন অণুতে কার্বন পরমাণুর সংখ্যা নির্দেশ করে।

অথবা 

অ্যালকিনের সংজ্ঞা:

যে সকল হাইড্রোকার্বন অণুর কার্বন শিকলে অন্তত দুইটি পাশাপাশি কার্বন পরমাণুর মধ্যে একটি  সিগমা (σ) বন্ধন  এবং একটি  পাই ( π) বন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলে।

Leave a Comment

error: Content is protected !!