মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? মুক্ত শিকল হাইড্রোকার্বন কী?

মুক্ত শিকল হাইড্রোকার্বন:

তোমাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে যে, মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? মুক্ত শিকল হাইড্রোকার্বন কী? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কী বোঝ ? মুক্ত মানে = free =বদ্ধ নয়= অসংযোজিত অর্থাৎ হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকা বা পরস্পরের সাথে যুক্ত অবস্থায় না থাকা বা বদ্ধ অবস্থায় না থাকা।

মুক্ত শিকল হাইড্রোকার্বনের সংজ্ঞা:

যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে। তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন: 

বিউটেন: CH3-CH2-CH2-CH3 ,  ইথিন: CH2=CH2 ইত্যাদি।

অথবা

যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্ত অসংযোজিত থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে।

Leave a Comment

error: Content is protected !!