কেলাস পানি কাকে বলে? কেলাস পানি কী? কেলাস পানি বলতে কী বোঝ?

কোনো আয়নিক যৌগ কেলাস বা স্ফটিক গঠনের জন্য  যৌগের সাথে যে কয়টি পানির অণু  অপরিহার্য অংশ  হিসাবে যুক্ত থাকে তাদেরকে কেলাস পানি বলে। 

যেমন: কপার সালফেট (CuSO4) এর সাথে 5 অণু পানি (5H2O) যুক্ত হয়ে পেন্টা হাইড্রেট কপার সালফেট (CuSO4.5H2O) উৎপন্ন হয়।

CuSO4                +   5H2O →                CuSO4.5H2O

কপার সালফেট                                      (পেন্টা হাইড্রেট কপার সালফেট)

এখানে, 5 অণু পানি (5H2O)= কেলাস পানি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!