সম্পৃক্ত হাইড্রোকার্বন । সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন । অ্যালকেন কাকে বলে?

সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন (Saturated open chain Hydrocarbons): 

যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন-কার্বন একক বন্ধন (C-C) থাকে, তাকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে। যেমন: প্রােপেন: CH3-CH2-CH3 , পেন্টেন: CH3-CH2-CH2-CH2-CH3  ইত্যাদি ।

অথবা 

সম্পৃক্ত হাইড্রোকার্বন:

যে সকল হাইড্রোকার্বনে শুধু কার্বন-কার্বন একক বন্ধন (C-C) থাকে, তাকে সম্পৃক্ত  হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে।

অথবা 

 

যে সকল হাইড্রোকার্বন অণুর কার্বন শিকলে শুধুমাত্র সিগমা বন্ধন (σ) থাকে তাদেরকে সম্পৃক্ত  হাইড্রোকার্বন বলে। IUPAC  বা আন্তর্জাতিক পদ্ধতিতে সম্পৃক্ত  হাইড্রোকার্বনসমূহকে অ্যালকেন বলা হয়। এদেরকে প্যারাফিনও বলা হয়। অ্যালকেনের সাধারণ সংকেত = CnH2n+2    |  সম্পৃক্ত  হাইড্রোকার্বন বা  অ্যালকেনসমূহ এক কার্বন থেকে শুরু করে একাধিক কার্বনবিশিষ্ট হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!