উভমুখী বিক্রিয়া কাকে বলে? উভমুখী বিক্রিয়া বলতে কী বোঝ? উভমুখী বিক্রিয়া কী?

যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলাে বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। 

যেমন: হাইড্রোক্লোরিক এসিডের উপস্থিতিতে ইথানল ও ইথানয়িক এসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে ইথাইল ইথানয়েট এস্টার ও পানি উৎপন্ন করে। অপরদিকে, উৎপন্ন ইথাইল ইথানয়েট এস্টার ও পানি পরস্পরের সাথে বিক্রিয়া করে ইথানল ও ইথানয়িক এসিড উৎপন্ন করে। একে নিম্নরূপে দেখানাে যায়।    

C_{2}H_{5}OH + C H_{3}COOH \underset{}{\overset{HCl}{\rightleftharpoons}}C H_{3}COOC_{2}H_{5} + H_{2}O

 ইথানল         ইথানয়িক এসিড    ইথাইল ইথানয়েট এস্টার      পানি  

       উপরের বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া।                   

                       

 

                                  

                                                          

Leave a Comment

error: Content is protected !!