ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা থেকে আমরা জানি, যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই-অক্সাইড ও পানি উৎপন্ন করে। এটিও রাসায়নিক পরিবর্তন।
CaCO3(s) + 2HCl(aq) → CaCl2(aq) + CO2(g) + H2O(l)
কারণ, এখানে উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই-অক্সাইড ও পানির ধর্ম ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রোক্লোরিক এসিডের ও পানির ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা । সুতরাং এটি একটি রাসায়নিক পরিবর্তন ।