সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযােজন বিক্রিয়া কিন্তু সকল সংযােজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়:
আমরা জানি, যে জারণ-বিজারণ বিক্রিয়ায় দুই বা ততােধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযােজন বিক্রিয়া বলে। আবার যে জারণ-বিজারণ বিক্রিয়ায় দুই বা ততােধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। যেমন: হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাসের সাথে যুক্ত হয়ে অ্যামােনিয়া গ্যাস উৎপন্ন করে।
N2(g) + 3H2(g) → 2NH3(g)
আবার ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে।
CaO(s) + CO2(g) = CaCO3(s)
উপরিউক্ত দুটি বিক্রিয়াই সংযােজন বিক্রিয়া। কারণ উভয় বিক্রিয়ায় দুটি রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করেছে। কিন্তু NH3 যৌগে দুইটি মৌলিক পদার্থ নাইট্রোজেন ও হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ আমোনিয়া উৎপন্ন করেছে । অপরদিকে CaCO3 যৌগে দুইটি যৌগিক পদার্থ ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই-অক্সাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করেছে ।
সুতরাং প্রথম বিক্রিয়াটি সংশ্লেষণ এবং সংযােজন উভয়ই কিন্তু পরের বিক্রিয়াটি সংযােজন বিক্রিয়া হলেও সংশ্লেষণ বিক্রিয়া নয়।
সুতরাং সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযােজন বিক্রিয়া কিন্তু সকল সংযােজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়