দর্শক আয়ন কাকে বলে ? দর্শক আয়ন কী? দর্শক আয়ন বলতে কী বোঝ ?-ব্যাখ্যা করো ।

যে সকল আয়ন জলীয় দ্রবণে বিক্রিয়ক ও উৎপাদের সঙ্গে উপস্থিত থাকে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে না  তাদেরকে দর্শক আয়ন বলে।

যেমন : HCl ও NaOH পরস্পরের সাথে বিক্রিয়া করে NaCl লবণ ও পানি উৎপন্ন করে।

 HCl(aq) + NaOH(aq) → NaCl(aq) + H2O(l)

উপরিউক্ত বিক্রিয়ায় Na+  ও Cl দর্শক আয়ন। কারণ প্রকৃতপক্ষে এই প্রশমন বিক্রিয়ায় এসিড হাইড্রোজেন আয়ন (H+) সরবরাহ করে এবং ক্ষার হাইড্রোক্সাইড আয়ন (OH) সরবরাহ করে। এরপর উক্ত আয়ন দুটি পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। NaCl জলীয় দ্রবণে Na+ এবং Cl আয়ন হিসেবে থাকে।

H+(aq) + Cl (aq) + Na+ (aq) + OH (aq) → Na+ (aq) + Cl (aq) + H2O(l )

এই দ্রবণে উপস্থিত Na+ ও Cl আয়নদ্বয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এদেরকে দর্শক আয়ন বলে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!