দহন বিক্রিয়া কাকে বলে ?দহন বিক্রিয়া কী? দহন বিক্রিয়া বলতে কী বোঝ?

দহন বিক্রিয়া :

কোনাে মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। যেমন: প্রাকৃতিক গ্যাস বা মিথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়ায় করে কার্বন ডাই-অক্সাইড ও পানি উৎপন্ন করে। এটি দহন বিক্রিয়ার উদাহরণ।

CH4(g)  +  2O2(g) →  CO2(g)  +  2H2O(g) + তাপ 

 

একইভাবে S, C, Mg ও H2 কে দহন করলে তাদের অক্সাইড উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়।

S(s)        + O2(g)  →  SO2(g)   +  তাপ

C(g)       + O2(g)  →  CO2(g)   + তাপ

2Mg(s)  +  O2(g)  →  2MgO(g) + তাপ

2H2(g)    +  O2(g)  →  2H2O(g)   + তাপ

** দহন মানে পোড়ানো, পোড়ানো মানে আগুনে জ্বলানো, আগুনে জ্বলানো মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা।

** যদি কোনো মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তবে ঐ মৌলের অক্সাইড উৎপন্ন হয়।

2Mg +O2  =2MgO

**যদি কোনো যৌগ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তবে ঐ যৌগে অবস্থিত প্রতিটি মৌলের অক্সাইড উৎপন্ন হয়।

C3H8 (g) + 5O2 = 3CO2(g)  +  4H2O(g) + তাপ + আলো 

C2H5OH(l) + 3O2 = 2CO2(g)  +  3H2O(g) + তাপ + আলো 

** দহন বিক্রিয়ায় সর্বদাই তাপ উৎপন্ন হয়।

** দহন বিক্রিয়ায় ইলেক্ট্রনের আদান -প্রদান ঘটে। অর্থাৎ দহন বিক্রিয়া একটি জারণ-বিজারণ বিক্রিয়া।

** দহন বিক্রিয়ায় সর্বদাই অক্সিজেন ইলেক্ট্রন গ্রহণ করে এবং অপর যৌগ বা মৌল ইলেক্ট্রন ত্যাগ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!