পেটে এসিডিটি হলে আমরা এন্টাসিড জাতীয় ওষুধ খাই কেন ?

পেটে এসিডিটি হলে আমরা এন্টাসিড জাতীয় ওষুধ খাই:

মানুষের শরীরের বিপাক ক্রিয়ায় অনেকের পাকস্থলীতে অতিরিক্ত HCl তৈরি হয়। অতিরিক্ত HCl কে প্রশমিত করার জন্য আমরা এন্টাসিড জাতীয় ওষুধ খাই । এন্টাসিড হলাে Mg(OH)2 ও Al(OH)3 এর মিশ্রণ। এই ক্ষারক দুটি অতিরিক্ত HCl কে প্রশমিত করে এবং আমরা  এসিডিটি থেকে মুক্তি পাই । এন্টাসিডের বিক্রিয়া নিম্নরূপ :

2HCl + Mg(OH)2 → MgCl2 + 2H2O

3HCl + Al(OH)3 → AlCl3 + 3H2O

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!