বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার:
একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার বলে।
বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হতে বিভিন্ন সময় নেয়। যে বিক্রিয়া অল্প সময়ে সংঘটিত হয় সে বিক্রিয়ার গতিবেগ বা হার বেশি, আবার যে বিক্রিয়া অনেক বেশি সময়ে সংঘটিত হয় সে বিক্রিয়ার গতিবেগ বা হার কম।
যেমন: NaCl দ্রবণে AgNO3 যােগ করার পর 1 সেকেন্ডের কম সময়ে AgCl এর সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে।
NaCl(aq) + AgNO3(aq) →AgCl(s) + NaNO3(aq)
আবার, লােহার তৈরি একটি ব্রিজে মরিচা পড়তে অনেক দিন সময় লাগে।
কোনো বিক্রিয়া যখন শুরু হয় তখন বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার বেশি থাকে এবং সময় যতই অতিবাহিত হয় ততই বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার কমতে থাকে । আবার যে কোনো সময়ে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে । অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রার যত বাড়ে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হারও তত বাড়ে । সুতরাং বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার ∝ বিক্রিয়কের ঘনমাত্রা।