K2Cr2O7 এ Cr এর জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয় কর ।

K2Cr2O7 এ Cr এর জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয়:

ধরি, K2Cr2O এ Cr এর জারণ সংখ্যা = x

                           Kএর জারণ সংখ্যা = +1

                         O এর জারণ সংখ্যা =-2

আমরা জানি, নিরপেক্ষ যৌগে পরমাণুসমূহের মােট জারণ সংখ্যা শূন্য হয়। যেহেতু K2Cr2O7  একটি নিরপেক্ষ, তাই এই যৌগে পরমাণুসমূহের মােট জারণ সংখ্যা শূন্য।

 অতএব,  (+1)x2 + X x (2)+ (-2)×7 = 0

           বা, 2 + 2x – 14 =0

          বা, 2x -12=0

         বা, 2x = +12

         বা, x =+12/2= +6

         বা, x = +6

∴ Cr এর জারণ সংখ্যা =+6

Leave a Comment

error: Content is protected !!