N2 + O2 = 2NO একটি সংশ্লেষণ বিক্রিয়া-ব্যাখ্যা করো।

N2 + O2 = 2NO একটি সংশ্লেষণ বিক্রিয়া:

যে জারণ-বিজারণ বিক্রিয়ায় দুই বা ততােধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। প্রদত্ত বিক্রিয়ায় দুইটি মৌলিক পদার্থ নাইট্রোজেন ও অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ  নাইট্রিক অক্সাইড উৎপন্ন করেছে । সুতরাং N2 + O2 = 2NO একটি সংশ্লেষণ বিক্রিয়া । 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!