N2(g) + O2(g) = 2NO (g) ;△H = + 180 kJ বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব আলােচনা করো ।

N2(g) + O2(g) = 2NO (g) ;△H = + 180 kJ বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব:

সাম্যাবস্থার উপর তাপের প্রভাব: 

প্রদত্ত বিক্রিয়াটি হলো  N2(g) + O2(g) + 180 kJ ⇄  2NO(g) অথবা N2(g) + O2(g) = 2NO (g) ;△H  = + 180 kJ

এই বিক্রিয়ার সম্মুখমুখী অংশটি তাপহারী এবং বিপরীতমুখী অংশটি তাপ উৎপাদী। লা-শাতেলিয়ার নীতি অনুসারে এই বিক্রিয়ায় তাপ প্রয়ােগ করা হলে সম্মুখমুখী তাপহারী বিক্রিয়া বৃদ্ধি পাবে, অথবা আমরা বলতে পারি  সাম্য বাম দিক থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ N2 ও O2 বিক্রিয়া করে NO উৎপন্ন হবে। আবার, সাম্যাবস্থায় তাপমাত্রা হ্রাস করা হলে বিপরীতমুখী তাপ উৎপাদী বিক্রিয়া বৃদ্ধি পাবে অর্থাৎ সাম্য ডান দিক থেকে বাম দিকে সরে যাবে । অর্থাৎ আমরা বলতে পারি NO ভেঙে N2 এবং O2 উৎপন্ন হবে।

সাম্যাবস্থার উপর চাপের প্রভাব:

কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়কের মােট মােল সংখ্যা এবং উৎপাদের মােট মােল সংখ্যার পরিবর্তন না হলে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকবে। প্রদত্ত বিক্রিয়াটি হলো

N2(g) + O2(g) + 180 kJ ⇄  2NO(g)

এই বিক্রিয়ায় বিক্রিয়ক এর মােট মােল সংখ্যা 1 + 1 = 2 এবং উৎপাদের মােল সংখ্যাও 2 অর্থাৎ এই বিক্রিয়ায় মােলের পরিবর্তন হয় না, কাজেই চাপেরও পরিবর্তন হয় না। অন্যভাবে বলতে পারি, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনাে প্রভাব নেই।

সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব:

সকল বিক্রিয়ার সাম্যাবস্থার উপর বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব রয়েছে। বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনাে একটি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা কমিয়ে পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণ বৃদ্ধি হতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি, এখানে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয়। সুতরাং প্রদত্ত বিক্রিয়ার সাম্যাবস্থায় N2 বা O2 এর ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে ঘনমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করে। অর্থাৎ N2 এবং O2 বিক্রিয়া করে NO উৎপন্ন করবে।

একইভাবে বিক্রিয়ার সাম্যাবস্থায় যেকোনাে একটি উৎপাদের ঘনমাত্রা বাড়ানাে হলে উৎপাদের পরিমাণ কমানাের জন্য বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটতে থাকে এবং বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি হতে থাকে। অন্যভাবে বলতে পারি, সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়। অর্থাৎ প্রদত্ত  বিক্রিয়ার সাম্যাবস্থায় NO ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ কমানাের জন্য বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটতে থাকে। অর্থাৎ NO ভেঙ্গে N2 এবং  O2 উৎপন্ন করে।

H2(g) + I2(g) + 52 kJ ⇌2HI(g)   অথবা      

H2(g) + I2(g)  ⇌ 2HI(g); △H = + 52 kJ

2SO3(g) + O2(g)⇌ 2SO3 (g) +  197kJ     

অথবা      2SO3(g) + O2(g)⇌2SO3 (g) ; △H = – 197kJ 

C2H4 (g) + O2(g) ⇌ CO2(g) + H2O(g) + 987 kJ             

অথবা     C2H4 (g) + O2(g) ⇌ CO2(g) + H2O(g) ; △H = –987kJ                                                                                                                                                                            

CH4(g) + Cl2(g) ⇌ CH2Cl2(g) + 2HCl + 198 kJ   

অথবা    CH4(g) + Cl2(g) ⇌CH2Cl2(g) + 2HCl ; △H = – 198 kJ

C3H8 (g) + 5O2(g) ⇌3CO2 (g) + 4H2O(g) + 2012 kJ 

অথবা  C3H8 (g) + 5O2(g)⇌3CO2 (g) + 4H2O(g) ; △H = -2012 kJ

Leave a Comment

error: Content is protected !!